বরগুনার বেতাগীতে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে।জানা গেছে, রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বেতাগী পুরাতন উপজেলা ভুমি অফিসের সামনে বাজারে যাওয়ার পথে ব্যাটারি চালিত অটো উল্টে এ দূর্ঘটনা হয়। অটোতে থাকা তিন যাত্রী নারী। একজনের অবস্থা গুরুতর। আহতরা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফারহানা আজিম শান্তনা জানিয়েছে, সিআইপিআরবি বেতাগী এড়িয়া অফিসের মেন্টরিং অফিসার ইভা নাসরিনের বাম পা, হাঁটু ও হাতে গুরুতর জখম হয়েছে। উত্তর বেতাগীর বাসিন্দা মোঃ মিজানুর রহমানের স্ত্রী মোসাঃ হেপী আক্তার নাকে, দুই ঠোঁটে, দাঁত ও চোখের নিচে গুরুতর আঘাত লেগেছে। বেতাগী পৌরসভার ৩ ওয়ার্ডের বাসিন্দা দরিদ্র মোঃ বাবুলের স্ত্রী মোসাঃ নুরজাহান বেগম মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে।
এ ঘটনায় অটো গাড়ি টি বেতাগী থানা পুলিশ জব্দ করেছে,তবে কোন মামলা অথবা লিখিত অভিযোগ করা হয়নি। অটো চালক পলাতক আছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।