খাইরুল ইসলাম মুন্না (বেতাগী) বরগুনা.
বরগুনার বেতাগীতে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মনুচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন উপেেজলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম,উপজেলা মৎস্য কর্মকর্তা সমাত্বি সাহা, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার সহ অন্যান্যরা। এ সময় কৃষক প্রতি ৫ কেজী বীজ, ১০ কেজী এমওপি ও ১০ কেজী ডিএপি সার বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।