বেতাগী সরকারি কলেজ রোভার স্কাউট ডেনের আয়োজনে বাংলাদেশ স্কাউট দিবস উদযাপন
আজ ৮ই এপ্রিল সকাল সাড়ে নয়টায় সময় জাতীয় পতাকা অস্কার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এর পরে জনসাধারণের ভিতর মাছ বিতরণ করন,করনা কালীন সময়ে সচেতন থাকার জন্য উৎসাহিত করেন রোভার স্কাউট সদস্যরা।
সরকারি কলেজ রোভার দিনের দলনেতা মোঃ খাইরুল ইসলাম মুন্না বক্তৃতায় বলেন
কালের বিবর্তনে আজ স্বমহিমায় উজ্জ্বল “বাংলাদেশ স্কাউটস” তার দ্যুতি ছড়িয়ে ৫০ এ পদার্পন করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই “বাংলাদেশ স্কাউট এসোসিয়েশন” নামে জাতীয় পর্যায়ে স্কাউটিংয়ের আন্দোলন গড়ে উঠে। তারই কৃতিত্ব স্বরুপ ১৯৭৪ সালে বাংলাদেশ, আন্তর্জাতিক স্কাউট আন্দোলনের সদস্য হয়। পরবর্তীতে ১৯৭৮ সালে বাংলাদেশ স্কাউট এসোসিয়েশনের নাম পরিবর্তন করে রাখা হয় “বাংলাদেশ স্কাউটস”। এভাবে শুরু হয়েছিল বাংলাদেশ স্কাউটস এর গৌরবময় পথচলা। বর্তমানে, বঙ্গবন্ধুর স্বপ্ন স্বনির্ভরশীল, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে বাংলাদেশ স্কাউটস সারা দেশের কাব, স্কাউট এবং রোভার শাখার শিশু-কিশোর, যুবকদের সর্বোপরি দেশ গড়ার কারিগর তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আত্মমর্যাদাবান,সৎ, বিনয়ী, কর্মোদ্যোগী, সেবাপরায়ণ ও নেতৃত্বের গুণাবলী বিকাশের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে।
বাংলাদেশ স্কাউটস এর সূবর্ণ জয়ন্তী ও “বাংলাদেশ স্কাউটস দিবস” উপলক্ষে জানাই শুভেচ্ছা।
বিকালে ট্রুপ মিটিং ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সমাপ্তি করা হয়