মনির হোসেন বেনাপোল প্রতিনিধিঃ-মাদক মামলায় জিন্নাত আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামি জিন্নাত আলী বেনাপোল পোট থানার স্বরবাংহুদা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২০ নভেম্বর রাত ৮টার দিকে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী জিন্নাত আলীর বাড়িতে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জিন্নাত আলী। বিজিবি তার বাড়ির বারান্দায় একটি সাদা বস্তায় থাকা ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় সুবেদার কাজী আবু তাহের বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৮ ডিসেম্বর এসআই রোকনুজ্জামান আসামি জিন্নাত আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার মামলার রায় ঘোষণার দিনে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি জিন্নাত আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড- ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। আসামি জিন্নাত আলী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।