সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর  কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত ৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু গাকৃবিতে আন্ত:অনুষদ ও আন্তঃহলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বারি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ব্রিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বেনাপোলে মাদক সহ বিভিন্ন অপরাধের ১৬ আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম : / ৮৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ মে, ২০২৪

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি– বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজা সহ ০১, ২৪ পুরিয়া হেরোইন সহ ০১, সাজাভুক্ত আসামী ০২ এবং গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১২সহ সর্বমোট ১৬ (ষোলো) জন আসামী গ্রেফতার।

বেনাপোল পোর্টথানা সূত্রে জানা গেছে,শনিবার(২৫ মে) গোপণ তথ্য পেয়ে রাত ১১ টার দিকে এবং ২৬ মে রবিবার সকালের দিকে থানার একটি চৌকষ পুলিশ দল পৃথক অভিযান পরিচালনা করে আদালতের আদেশ বার্তায় উল্লেখিত সাজাভূক্ত ০২ আসামী,গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১২ আসামী এবং হেরোইন ও গাঁজা সহ ০২ জন,সর্বমোট ১৬ জন আসামী কে গ্রেফতার করে।

বেনাপোল পৌর এলাকায় অবস্থিত জিএম গোডাউন নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত আসামী আঃ সালাম (৪৭), পিতা-নুর মোহাম্মাদ, সাং-ধান্যখোলা (দক্ষিণ পাড়া), থানা- বেনাপোল পোর্ট, জেলা –যশোর কে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৪,০০০/- (চার হাজার) টাকা।

অপর ধৃত আসামী মোঃ রাজু আহমেদ (৩২), পিতা-মোঃ আলম হোসেন, সাং-দিঘীরপাড়, এ/পি সাং-বেনাপোল (হাসপাতাল পাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে বেনাপোল পৌর এলাকার দিঘীরপাড় নামক স্থান হতে ০২ গ্রাম ওজনের ২৪ পুরিয়া হেরোইন সহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৮০০/-(চার হাজার আটশত) টাকা।

এ বিষয়ে থানায় দুইটি মাদক মামলা রুজু করা হয়।

অপরদিকে,
সাজা পরোয়ানা ভুক্ত-১। সিআর-১৯৯৩/২১ এর আসামী মোঃ সুরুজ মিয়া (৫০), শ্বশুর-রমজান আলী, সাং- বেনাপোল কলেজ এর সামনে। ২। এসটিসি-২৭৭/১১ এর সাজা পরোয়ানা ভুক্ত আসামী মোঃ মনির, পিতা-মৃত নুরো, সাং-দিঘীরপাড় বেনাপোল।

এবং গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীগণ-
১। জিআর-২৩৪/২০ এর আসামী মোঃ সালাম (৪৬), পিতা-নুর ইসলাম, সাং-ধান্যখোলা, ২। জিআর-৬৬/১৭ এর আসামী মোঃ দেলোয়ার হোসেন ওরফে দেলো (৩৫), পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-বারপোতা, ৩। জিআর-৯৩/২১ এর আসামী মোঃ ইকবাল হোসেন (২১), পিতা-মোঃ জাহাঙ্গীর মোড়ল, সাং-নারায়নপুর, ৪। জিআর-২৪৪/১৫ এর আসামী মোঃ গোলাম রহমান ওরফে খোকন (৪৫), পিতা-মৃত পুটে মালিখা, সাং-গয়ড়া বাওড়কান্দা, ৫। জিআর-২৫৯/১৯ এর আসামী মোঃ সোবাহান (৪০), পিতা-মৃত রফি মোড়ল, সাং-ভবেরবেড়, জনৈক মোহাম্মাদ আলীর বাড়ির পাশে,৬। জিআর-১৭৪/১৭ এর আসামী মোঃ আলমগীর হোসেন (২৮), পিতা-মৃত জুলহাস হোসেন, সাং-কাগমারী (কাগজপুকুর), ৭। জিআর-৫২১/২০ এর আসামী রেজওয়ান হোসেন (২১), পিতা-মৃত আনোয়ার হোসেন, সাং-সাদিপুর, ৮। জিআর-২৮৬/২১ এর মোঃ মইন উদ্দিন ওরফে ময়না (২০), পিতা-শুকুর আলী, সাং-ভবেরবেড়, ৯। জিআর-২৮৩/১৮ এর আসামী মোঃ রকি, পিতা-মোঃ জামাল হোসেন, সাং-দিঘীরপাড়, ১০। জিআর-৩৬৯/১৬ এর আসামী মোঃ তাইজুল ইসলাম ওরফে তাইজেল (২৫), পিতা-মৃত আঃ মোতালেব ওরফে মতলেব, সাং-বড় আঁচড়া মাঠপাড়া, ১১। জিআর-৩৮/২২ এর আসামী মোঃ সাগর হোসেন ওরফে হৃদয় (২৪), পিতা-মোঃ আনারুল ইসলাম, সাং-বড় আঁচড়া। ১২। জিআর-৪৯২/২৩ এর আসামী মোঃ সালাম (৪৬), পিতা-নুর ইসলাম, সাং-ধান্যখোলা থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন ভক্ত জানিয়েছেন-“সীমান্তবর্তী অত্র থানাধীন আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান রোধে যশোর জেলার সম্মানিত আদালতের বার্তা এবং গোপণ তথ্যের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী মাদক কারবারীদের মাদক সহ পৃথক অভিযানের মাধ্যমে গ্রেফতার করতে সক্ষম হই”।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর