মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: সোনা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় আটক সাজনাস থারিপ্পা কুন্নুমেল নামে এক ভারতীয় নারীর বিরুদ্ধে যশোর আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার পুলিশের এসআই আমির হোসাইন আদালতে এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্ত সাজনাস থারিপ্পা কুন্নুমেল ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড নীলেশ্বরম পয়েল হাউস এলাকার কোয়ার মেয়ে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ নভেম্বর সকালে সাজনাস থারিপ্পা কুন্নুমেল (৩২) নামে ওই নারী বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় কাস্টমস কর্মকর্তারা তার ল্যাগেজ মেশিনে স্ক্যানিং করেন। এ সময় ল্যাগেজের ভেতর সোনার অস্তিত্ব পান। পরে ল্যাগেজ খুলে ৬৯৬ গ্রাম ওজনের সোনার ৫টি পিন্ড উদ্ধার করেন। যার মূল্য ৫৬ লাখ টাকা। এ ঘটনায় ওই নারীকে আটকসহ তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মোজাম্মেল।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।