গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ফ্লাইওভার এর উপরে দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকের পিছনে তাকওয়া পরিবহনের ধাক্কায় ইয়ামিন (১৭) নামে একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পরপরই তাকওয়া পরিবহনের চালক পলাতক রয়েছেন।
রোববার (৫ মে) দুপুর সাড়ে ১২ টার সময় কোনাবাড়ী ফ্লাইওভার এর উপরে এ দূর্ঘটনা ঘটে।
আহত ইয়ামিন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর গ্রামের আমিনুল ইসলাম এর ছেলে। সে ওই তাকওয়া পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিল।
কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিস এর টিম লিডার আশরাফ উদ্দিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকওয়া পরিবহনের হেলপারকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
তিনি বলেন,গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে রাস্তার পাশে ময়লার ট্রাক রেখে রাস্তা পরিষ্কার করতে ছিলেন পরিচ্ছন্ন কর্মীরা। এমন সময় চন্দ্রা হতে গাজীপুর মুখী তাকওয়া পরিবহন (গাজীপুর-জ-১১-০৩৪২) দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকটিকে পিছন দিক থেকে সজোড়ে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় তাকওয়া পরিবহনের সামনের অংশ। গুরুতর আহত হন তাকওয়া পরিবহনে থাকা হেলপার।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন বলেন,এঘটনায় তাকওয়া পরিবহনটি জব্দ করলেও চালক কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।