সিরাজগঞ্জের বেলকুচিতে পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় ফুল দিয়ে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ কে সংবর্ধনা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান, বেলকুচি প্রেসক্লবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।