সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের সাবেক সচিব মহিবুল হোসাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি দেলখোশ আলী প্রামাণিক, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি স্কুল শিক্ষক এনজিও প্রতিনিধি প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।