র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্বাণী গ্রুপের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী পূর্বানী গ্রুপের বেলকুচি উপজেলার কামারপাড়া পূর্বাণী ফ্যাশন প্রাঙ্গেণ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এসময় বিশেষ অতিথি হিসাবে, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সরকার, পরিচালক জাকারিয়া হোসেন সরকার, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদূল হক রেজা, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আশানূর বিশ্বাস সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।