সিরাজগঞ্জে আইএফআইসি ব্যাংক বেলকুচি শাখা ও মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাসের উদ্যোগে বেলকুচি উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানের প্রায় আট শতাধীক শীতার্ত অসহায় মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ই জানুয়ারি) সকালে উপজেলার বড়ধূল ইউনিয়নের বড়ধূল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও হযরত ফাতেমা (রা:) ক্বওমী মহিলা মাদ্রাসায় অসহায়দের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাংবাদিক ও সমাজকর্মী মামুন বিশ্বাস, আইএফআইসি ব্যাংক বেলকুচি শাখার ম্যানেজার মুনজুরুল ইসলাম।
এছাড় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়ধূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, বেলকুচি প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও যমুনা টিভির সিনিয়র স্টার্ফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, ৭১ টিভির বেলকুচি সংবাদ সংগ্রাহক উজ্জ্বল অধিকারীসহ আরও অনেকে।
প্রতি বছরের মত এবারও ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে মামুন বিশ্বাস গরিব অসহায় শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে দাড়িয়েছে। আইএফআইসি ব্যাংক লিমিটেড ও মামুন বিশ্বিসের এই কম্বল পেয়ে অনেক খুশি শীতার্ত চরাঞ্চলের মানুষ গুলো।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।