পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা বক্তারপুর গ্রামে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার , মুজিব বর্ষের চতুর্থ পর্যায়ের আশ্রায়ন প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজের অগ্রগতি ও গুণগত মানের সার্বিক তদারকি করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ সবুর আলী ।
তিনি বলেন , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আন্তরিকতা সততার সাথে ঘরের কাজ তদারকি করা হচ্ছে ।
যারা ভূমিহীন গৃহহীন এবং যারা প্রকৃত এই ঘর পাওয়ার যোগ্য তাদের মাঝে ঘর বিতরণ করা হবে।
ইউএনও সবুর আলীর কাজের তদারকিতে স্থানীয় সাধারণ মানুষ বেশ প্রফুল্ল।তারা মনে করেন তাদের পাশে এমন ইউএনও থাকলে বেড়া উপজেলায় কোনো প্রকার অনিয়মের শিকার হবেন না তারা ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।