আজ ৫ ডিসেম্বর - ২০২৩ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে পাবনার বেড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন " একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন "এক বর্ণাঢ্য র্যালী উদযাপন ও আলোচনা সভা করেন।সভা উদ্বোধন করেন নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আজিজ হায়দার। আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উক্ত ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় মোহনগঞ্জ বাজার থেকে র্যালী বের হয়ে নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নাকালিয়া - সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজ হায়দার, শিক্ষক মো. আল-আমিন, মো. আবু দাউদ, সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য মো. মশিউর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো.রাশেদ হোসেন, অর্থ সম্পাদক মো. রাশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছিম হোসেন, সহ-অর্থ সম্পাদক মো.সাব্বির হোসেন ( রাজা),সহ-দপ্তর সম্পাদক মো: সাব্বির হোসেন . হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. তানজিত হোসেন তায়েব, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো. রাসেল সহ আরও অনেকে। রাশেদ হোসেন বলেন, আসছে নতুন বছর এই নতুন বছরে আমরা কিভাবে মানব সেবায় নিয়োজিত থাকব সে বিষয় নিয়েই আমাদের আজকের র্যালি ও আলোচনা সভা। প্রধান শিক্ষক আজিজ হায়দার বলেন, "একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন " সব সময় মানব সেবায় যেভাবে ঝাপিয়ে পড়ে তা সত্যি অভাবনীয়।তবে বৃত্তবানরা যদি এই সংগঠনের দিকে এগিয়ে আসে আমার মনে হয় অসহায় দুঃস্থরা নিরবে চোখের জল ফেলবে না।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।