শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন

ব্যতিক্রম আয়োজনে জাতীয় শিক্ষক দিবস পালন করল বিডিও

নিজস্ব প্রতিবেদক :
  • সময় কাল : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে।

“একজন প্রকৃত শিক্ষক হলেন,একটি মোমবাতির মতো-যিনি নিজে প্রজ্বলিত হয়ে ছাত্র-ছাত্রীদের আলো প্রদান করেন।”

১৯ জানুয়ারি ২০২২,জাতীয় শিক্ষক দিবস।জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এর পক্ষ থেকে সিরাজগঞ্জের স্বনামধন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিডিও এর সদস্যরা।

এসময় সিরাজগঞ্জ সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ,ইসলামিয়া সরকারি কলেজের সম্মানিত উপাধ্যক্ষ,সকল কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান,অধ্যাপক, সহযোগী অধ্যাপক,প্রভাষক শিক্ষক বৃন্দ।

এছাড়াও বি.এল‌. সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় সহ আরো অন্যান্য শিক্ষক -বৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় শিক্ষকবৃন্দদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

এই ইভেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করেন বিডিও এর সদস্য প্রতিষ্ঠা কালীন আসাদুজ্জামান নাদিম,সদস্য সাদমান সাদিদ আলম,সদস্য সুরাইয়া ইসলাম মাধুর্য।তারা জানান,শিক্ষকদের সথে শুভেচ্ছা বিনিময় করে তারাও অন্তত আনন্দিত ও আপ্লুত।

উল্লেখ্য সংগঠনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান এর তত্ত্বাবধানে ও অন্যান্য সদস্যদের অক্লান্ত পরিশ্রমে বিডিও গত কয়েকবছর ধরে নানা ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

উল্লেখ্য এ’বছর শীতের মধ্যে বিডিও এর পরিচালনায় প্রায় ৪ জেলার শীতার্ত মানুষ তাদের প্রয়োজনীয় শীতবস্ত্র পায়।এছাড়াও দুর্ঘটনায় আহত অসহায় মানুষের চিকিৎসার খরচসহ প্রতিনিয়ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চালনা করছে বিডিও।

২০০৩ সালে ১৯ জানুয়ারি বাংলাদেশের শিক্ষক সমাজকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে তৎকালীন সরকার এ দিবসটি চালু করে।এছাড়া আন্তর্জাতিক ভাবে ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে।

4
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102