সিরাজগঞ্জে ব্র্যাক পরিবার দিবস উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে খেলাধুলা, পুরস্কার বিতরণ, সংগীত, নৃত্য পরিবেশ করা সহ বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ ব্র্যাক আঞ্চলিক অফিস, এলাকা অনেক অফিস ও শাখা অফিসের আয়োজনে
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী ) দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পাড়ে গড়ে উঠা একমাত্র নয়নাভিরাম শিশু পার্ক শহীদ শেখ রাসেল স্মৃতি পার্কে উক্ত অনুষ্ঠানে ব্র্যাক পরিবারের সদস্যদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের দৌড় প্রতিযোগিতা, মায়েদের বালিশ পাচার খেলা, কুইজ প্রতিযোগিতা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে সার্বিকভাবে দায়িত্বে ছিলেন এবং সভাপতিত্ব করেন, ব্র্যাক জেলা সমন্বয়কারি মোঃ রইস উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সিরাজগঞ্জ সদর ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মোঃ আজহারুল ইসলাম।
এসময়ে অনুষ্ঠানে সিরাজগঞ্জ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ম্যানেজার সাজ্জাদুজ্জামান চৌধুরী, ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম, জেলা ব্যবস্থাপক মোঃ আজাদ রহমান, দাবি আঞ্চলিক ব্যবস্থাপক সত্যন্দ্রনাথ, এরিয়া ম্যানেজার জাকির হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবুল কালাম, মোঃ খালেকুজ্জামান( জেজিড), ইউপিজি মোঃমাসুদ রানা, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার শাহজাহান আলী, আঞ্চলিক ব্যবস্থাপক গোলাম মোস্তফা, প্রগতির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তমিজ উদ্দিন, এরিয়া ম্যানেজার আবুল হোসেন, প্রগতির আঞ্চলিক ব্যবস্থাপক অরুপ কুমার সাহা, দেবাশীষ ঘোষ, এসোসিয়েট অফিসার মোঃ মাসুদ রানা সহ অন্যান্য কর্মসূচির কর্মকর্তা প্রতিনিধিগন তাদের পরিবারের ৪ শতাধিক সদস্য গণেরা উপস্থিত ছিলেন ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।