কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের জন্য শীত ঋতু আসে সীমাহীন দুর্ভোগ হয়ে, দুর্ভোগ দুঃসহ যন্ত্রণায় পরিনত হয় শৈত্যপ্রবাহ শুরু হলে। অসহায়দের শীত নিবারণের জন্য সরকারি উদ্যোগে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করে থাকলেও চাহিদার তুলনায় অপ্রতুল। তাই, প্রান্তিক পর্যায়ের শীতার্ত পরিবারে উষ্ণতা ছড়াতে সিরাজগঞ্জ জেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ভয়েস অফ কাজিপুর প্রতিবছর মতো এবারও চরাঞ্চলের শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ শুরু করেছে।
শুক্রবার ৩ জানুয়ারি সংগঠনটি উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া, তেকানি, নিশ্চিন্তপুর ও চরগিরিশ ইউনিয়নের ৪ শত পরিবারে কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন ভয়েস অফ কাজিপুরের প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সভাপতি জান্নাতুল হক শাপলা, সাধারণ সম্পাদক কালাম আজাদ, প্রতিষ্ঠাতা সভাপতি আশকারপাইনসহ সমাজসেবা কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।