মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় উদ্বোধন হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে তরুণ-তরুণীদের নিয়ে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সামিউল ইসলাম তাজ প্রমুখ উপস্থিত ছিলেন
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।