মোঃ আব্দুল আজিজ, ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনায় মোঃ রেজাউল মোল্লা (৫২), নামের একজনকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রেজাউল ভবানীপুর এলাকার বাসিন্দা। গত ০৮ মে বিকাল ৪টার দিকে হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে উপজেলার চৌবাড়ীয়া হারোপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত রেজাঊল মোল্লাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় তার ভাই মোঃ সোহেল রানা (৩৫) ৫ জনের নাম উল্লেখ করে ভাঙ্গুড়া থানায় এজাহার দায়ের করেছেন।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে,গত ০৭/০৫/২০২৫ খ্রি. আহত রেজাউলের ভাতিজা মোঃ লিমন (২৫) তার মোটরসাইকেল নিয়ে ভাঙ্গুড়া বাজারে আসার পথে মোঃ আমিনুল মন্ডল (৪৫) বেপরোয়া ভাবে সিএনজি চালিয়ে তার ভাতিজার মোটরসাইকেলে লাগিয়ে দেয়। তখন ভাতিজার সাথে আমিনুলের সাতে বিবাদীর তর্ক-বির্তক হয়। তর্ক-বির্তকের এক পর্যায়ে তার ভাতিজা মোটরসাইকেল নিয়ে চলে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে মোঃ আমিনুল মন্ডল (৪৫), পিতা- মৃত খোদেন, মোঃ নাহিদ (২৮), পিতা- মোঃ আমিনুল, মোঃ সোহান (২৫), পিতা- মোঃ হেলাল, সর্ব সাং-ভবানীপুর, মোঃ শফি (৫৫), পিতা- মৃত খোরজান, সাং-ভাঙ্গুড়া দক্ষিণপাড়া, মোঃ রবিউল ইসলাম (৪২), পিতা-খুরজান মন্ডল, সাং-চৌবাড়ীয়া হারোপাড়াসহ আরও অজ্ঞাতনামা ৩/৪ জন মিলে গত ০৮/০৫/২০২৫ খ্রি. বিকাল ৪টার দিকে পরিকল্পিত ভাবে দলবদ্ধ হয়ে ধারালো হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভাঙ্গুড়া থানাধীন চৌবাড়ীয়া হারোপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর মোঃ রেজাউল মোল্লা (৫২), পিতা- মৃত শাহাদৎ মোল্লা, সাং-ভাঙ্গুড়া দক্ষিণ পাড়া, থানা-ভাঙ্গুড়া, জেলা-পাবনা এর পথরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় রেজাউল বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা রেজাউলকে এলোপাথারী লাঠি সোঠা দিয়ে বেধড়ক পিটিযে আহত করে ফেলে রেখে চলে যান। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার স্থানীয়দের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত রেজাউলের মাথায় ৫টি সেলাইসহ সামনের দাঁত ভেঙে ফেলা রয়েছে। এ ঘটনায় তার ভাই সোহেল রানা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।
এ ব্যপারে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, লিখিত পেয়েছি , তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।