পাবনার ভাঙ্গুড়া পৌরসভা এলাকার এক হাজার সুবিধাবঞ্চিত নারী, পুরুষদের মাঝে পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভার মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেলের সভাপতিত্বে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি, জেলা পরিষদ মহিলা সদস্য মোছাঃ আফিয়া সুলতানা আখি,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন খানসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।