পাবনার ভাঙ্গুড়ায় পণ্যের মূল্য তালিকা না থাকা, অনুমোদিত লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, অপরিস্কার ও অপরিচ্ছন্ন পরিবেশ খাবার প্রস্তুত ও বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ১৩ জনকে ২৭ হাজার টাকা,অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় ৭ জনকে ২৫ হাজার টাকা,১৮৮ ধারায় ১ জনকে ১ হাজার টাকা, মোট ২১ জনকে ৫৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম ও ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি, ইন্সপেক্টর মোঃ নুরুল ইসলামসহ বড়ালব্রিজ রেল স্টেশন বাজার, ভাঙ্গুড়া বাজার, শরৎ নগর বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বিষয়টি নিশ্চিত করে বলেন , বাজার নিয়ন্ত্রণ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।