পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, ভাঙ্গুড়া উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের এই কমিটি প্রকাশের মাধ্যমে বহুল প্রতিক্ষার অবসান ঘটলো।
গত ২১ শে অক্টোবর ২০২৪ইং পবনা জেলা কৃষকদলের আহবায়ক মোঃ সফিউল আলম সফি ও সদস্য সচিব অধ্যাপক সামছুর রহমান শামস স্বাক্ষরিত ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে মোঃ আখিঁরুজ্জামান মাসুমকে সভাপতি ও মোঃ আব্দুল মালেককে সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান ও মোঃ আরিফুল ইসলামকে যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামাল হোসেন কে মনোনীত করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেন জেলা কৃষক দলের আহবায়ক কমিটি।
নবগঠিত কমিটির সভাপতি আখিঁরুজ্জামান মাসুম বলেন,
জাতীয়তাবাদী দল বিএনপির সকল আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা রাখার অঙ্গিকার ব্যক্ত করে কেন্দ্রীয় কৃষক দলের সন্মানিত সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নব-নির্বাচিত কৃষকদলের নেতৃবৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।