পাবনার ভাঙ্গুড়ায় অবৈধ চাউল মজুত রাখার অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৬জুন) দুপুরের দিকে উপজেলা পৌর সদরের কালিবাড়ি বাজারের সুমন স্টোর ও মাস্টার পাড়া এলাকার হাফসা ট্রডার্স নামক এই দুই ব্যবসা প্রতিষ্ঠানকে সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন অভিযান চালিয়ে জরিমানার এই আদেশ দেন।
জানা গেছে, লাইসেন্স বিহীন বা অবৈধভাবে খাদ্য(চাউল) মজুদ রেখে তারা ব্যবসা করে আসছিল। গোপন খবর পেয়ে সহকারি কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাসা হোসাইন এদিন এই অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পান ।
এ সময় তারা খাদ্য মজুত রাখার বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালাত পরিচালনা করে মাস্টার পাড়া হাফসা ট্রর্ডাসকে ১০হাজার টাকা ও কালিবাড়ি বাজারের সুমন স্টোরকে ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এসময় ভাঙ্গুড়া থানার এসআই সোলাইমানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান খাঁন জানান, অবৈধ খাদ্য মজুতদারদের বিরুদ্ধে এধরণের অভিযান আগামীতেও চলমান থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।