ভাঙ্গুড়ায় খালার বাড়িতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পানিতে ডুবে ইয়ামিন হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড় টার দিকে উপজেলার পার-ভাঙ্গুড়ার গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়ামিন হোসেন উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিক চক গ্রামের আলামিনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার চল্লিক চক গ্রাম থেকে তারা দুই ভাই বোন খালু পিন্টু হোসেন’র বাড়িতে বেড়াতে আসে।খালাতো ভাই-বোনদের সাথে ওয়াব্দার বাঁধে লাগানে গাছের আম কুড়াতে য়ায়। আম কুড়ানোর এক পর্যায়ে খালের পানিতে পড়ে থাকা পাকা আম ছোটবোন আনতে গিয়ে অসাবধান বশত পানিতে ডুবে তলিয়ে যায়।ছোট-বোনকে বাঁচাতে গিয়ে সে পানিতে পড়ে ডুবে যায়।
নিহতের খালু পিন্টু হোসেন এলাকাবাসীর সহয়োগিতায় দুপুর দেড় টার দিকে ইয়ামিন ও তার বোন প্রভাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।উদ্ধারের পর ছোট বোন প্রভা সুস্থ হলেও ইয়ামিনের অবস্হা অবনতি হলে তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ মহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুঃ ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।