মোঃ আব্দুল আজিজ - ভাঙ্গুড়া, পাবনা: প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট)সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা প্রকৌশলী আফরোজা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম ও ভাঙ্গুড়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ বদরুল আলম বিদ্যুৎ ভাঙ্গুড়া রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ আব্দুল খালেকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ভাঙ্গুড়া উপজেলার চর-ভাঙ্গুড়া গ্রামে ৪১টি পরিবারকে পুনর্বাসিত করা হচ্ছে। এ নিয়ে উপজেলার মোট ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি প্রদান করা হয়। উল্লেখ্য, বুধবার মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ের ২য় ধাপে একযোগে সারা দেশে শুভ উদ্বোধনের মাধ্যমে তার উপহারের ঘর প্রদান করবেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।