পাবনার ভাঙ্গুড়া উপজেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ ও যুগ্ন আহ্বায়ক শাহিনুর রহমান শাহীনের নেতৃত্বে উপজেলার শরৎনগর বাজাস্থ বিএনপির দলীয় কার্যালয় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে পুলিশ বাধা দেয়।
উক্ত বিক্ষোভ কর্মসূচিকে বাধা দেওয়ায় যুবদল নেতারাসহ ওখানেই উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক প্রভাষক জাফর ইকবাল হিরোক ও উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে বলেন,জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলায় কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আব্দুর রহিম নিহত হয়েছেন। এমন দাবি করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন নেতা কর্মীরা। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা এবং সেই মামলায় সাজা দেওয়ার ঘটনায় সরকারের স্বৈচারাচারী মনোভাবের প্রকাশ ঘটেছে। তাকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে গণঅভুত্থানের মধ্য দিয়ে জনতাই তাকে মুক্ত করে আনবে। এর আগে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ বিএনপি কার্যালয়ের চারপাশে অবস্থান নিয়ে ছিলেন।
বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ন-আহ্বায়ক শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম টিটু, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন, হারুন অর রশিদ জিন্নাহ, শরিফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি হুমায়ুন,
পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন প্রমূখসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।