পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার ও পরিসংখ্যান দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার(২৭ফেব্রুয়ারী)সকালে ১১ টায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে দিবস দু'টি উদযাপনের লক্ষ্যে একটি বণার্ঢ্য শোভাযাত্রা সদর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় যোগদেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আরাফাত হোসেন'র সভাপতিত্বে এবং পরিসংখ্যান কর্মকর্তা মো. শাওন হোসেন এর সঞ্চালনায় দিবসের আলোকে বক্তব্য দেন, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রঞ্জু,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান,উপজেলা মৎস্য কর্মকর্তা মো.নাজমুল হুদা,ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. ময়নুল হক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ প্রমূখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।