ময়মনসিংহের ভালুকায় দোকান ভাংচুর ও লোটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের মরচি মাদরাসা বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উথুরা ইউনিয়নের মরচি গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে একাব্বর আলী পৈত্রিক সূত্রে প্রাপ্ত মরচি মৌজার ১৭ শতাংশ জমিতে দির্ঘদিন ধরে ফার্নিচারের দোকান ও বসবাস করছিলো। এমন পূর্বশত্রুতার জেরে উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম ও ইউপি সদস্য গোলাম কিবরিয়ার নির্দেশে দলবল নিয়ে একাব্বর আলীর দোকান ভাংচুর ও লুটপাট করে। এসময় একাব্বর আলী ও তার স্ত্রী আমেনা খাতুন আহত হয়।
ভূক্তভোগী একাব্বর আলী জানান, এই জমি নিয়ে আদালতে মামলা চলছে স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ও ইউপি সদস্য গোলাম কিবরিয়ার নির্দেশে দলবল নিয়ে আমার দোকান ভাংচুর ও লুটপাট করা হয়। আমি আসহায় বলে তারা আমার উপর এমন অত্যাচার করছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা দরবার করেছি। কিন্তু আমার নির্দেশনা ছিলো যে যে অবস্থায় আছে সে অবস্থায়ই থাকবে। কিন্তু ঘটনার পর আমি সেখানে গিয়ে দেখি একপক্ষ দোকান ভাংচুর করে ফেলেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।