ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডষ্টোর বাজারে ব্যাবসায়ী আফতাব উদ্দিনের ছেলে আজাহারুল ইসলাম মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা গাজী রিয়াজ উদ্দিনের দৌহিত্র।
বুধবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিদ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওই কমিটির অনুমোদন দেন। ওই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিবুল হোসেন শান্ত।
আজাহারুল ইসলাম মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ভালুকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।