বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে বরগুনার বেতাগীতে প্রধানমস্ত্রীর উপহার হিসেবে ৪৯ জন ভুমিহীন ও গৃহহীনকে নতুন পাকা গৃহের ২শতাংশ জমির মালিকানাসহ দলিল হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এক যোগে এ উপজেলায় চতুর্থ পর্যায়ের (দ্বিতীয় ধাপে) মোট ৪৯ টি ভূমি ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
সকাল ১০টায় বেতাগী উপজেলা পরিষদ সভাকক্ষে এসময় বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার, উপজেলা প্রকৌশলী রাইসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বীরমুক্তি যোদ্ধা মোতালেব সিকদার, পৌরআওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, ইউপি চেয়রম্যান নওয়াব হোসেন নয়ন, উপজেলা কৃষি অফিসার মো: ইছা, উপজেলা প্রকৌশলী রইসুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সমাপ্তি সাহা, উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান খান সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক ও উপকারীভোগিরা উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১ম পর্যায়ে ১২টি, ২য় পর্যায়ে ১৯৯টি, ৩য় পর্যায়ে ৫০টিসহ মোট ২৬১টি গৃহনির্মাণ করা হয়। ইতোমধ্যেই এসবের ১৮৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বিবিচিনি ইউনিয়নে ১৭টি, বেতাগী সদর ইউনিয়নে ৫৪ টি, হোসনাবাদ ইউনিয়নে ৩১টি, মোকামিয়া ইউনিয়নে ৫২টি, বুড়ামজুমদার ইউনিয়নে ৪৬টি, কাজিরাবাদ ইউনিয়নে ৪২টি এবং সরিষামুড়ি ইউনিয়নে ১৯টি।
উপকারভোগীরা জানায়, তাদের ঘরবাড়ি কিছুই ছিল না। প্রধানমন্ত্রী তাদের উন্নত মানের পাকাঘর ও জমি দিয়েছেন। ঘর ও জমি পেয়ে তারা অনেক খুশি। প্রধানমন্ত্রীর জন্য সবসময় তারা দোয়া করবেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম ওয়ালিউল ইসলাম জানান, নির্মাণাধীন বাসগৃহে থাকবে ২টি বেডরুম ১টি রান্না ঘর, একটি বারান্দা ও একটি ট্যালেট।
উপজেলা নির্বাহী অফিসার মো ফারুক আহমেদ জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় কোন লোক গৃহহীন থাকবে না। তারই ধারাবাহিতায় বেতাগী উপজেলায় ৪র্থ পর্যায় ৪৯ টি পরিবারের মাঝে ঘর ও জমি দলিল রেজিস্ট্রি করে দেয়া হয়েছে। এর আগে ৩১০ টি পরিবারকে মুজিব বর্ষের জমিসহ ঘর প্রদান করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান জানান, মুজির বর্ষের এ ঘরগুলো পেলে গৃহহীন পরিবার উন্নত পরিবেশে বসবাস করতে পারবেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।