শিরোনামঃ
সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্য  র‍্যালি প্রদর্শন পাঁচ বছরে বাংলাদেশে এসেছেন ২০ লাখ পর্যটক সুপারিশ নয়, যৌক্তিক দাবির ভিত্তিতে এই পরিবর্তন :ইসি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লা খান আজ থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ বাংলাদেশের সঙ্গে বৃহত্তর সম্পর্ক গড়তে চায় জাপান: বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বিদ্যুৎসহ সব কিছু ব্যবহারে সাশ্রয়ী হতে হবে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন প্রেমের টানে নিজ দেশ ছেড়ে এসে ভারতীয় তরুণী বিয়ে করলেন বাংলাদেশী তরুণকে কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা শাহা আলী আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গাউক এর চেয়ারম্যান হলেন আজমত উল্লা খান  তাড়াশে মেয়র পদে নির্বাচিত হলে পৌর পিতা নয়’ জনগণের সেবক হতে চান শাহিনুর আলম লাবু গোমস্তাপুরে কৃষক পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বেড়ায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সলঙ্গায় ফেন্সিডিলসহ যুবক আটক বেতাগীতে নবাগত ইউএনও’র সাথে এনসিটিএফ সৌজন্যে সাক্ষাৎ দেশে ফিরলেন সৌদিতে নির্যাতনের শিকার ১২ গৃহকর্মী ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ দেড় হাজার শয্যা সংস্থানে নতুন ১০ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত

ভোজ্যতেল মজুদের বিরুদ্ধে অভিযান শুরু

কলমের বার্তা / ৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

চাহিদার চেয়ে মজুদ বেশি থাকার পরও ভোজ্যতেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারসাজিতে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সারাদেশে অভিযান শুরু করা হয়েছে। খোলা ভোজ্যতেলের পর এবার দ্রুত ফুরিয়ে যাচ্ছে বোতলজাত সয়াবিন তেল। ক্রেতারা আতঙ্কিত হয়ে বেশি পরিমাণে ভোজ্যতেল সংগ্রহ করছেন। অথচ চাহিদার তুলনায় এবার বেশি পরিমাণে ভোজ্যতেল মজুদ রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরে ভোজ্যতেলের চাহিদা ২০ লাখ টন। এই চাহিদার বিপরীতে এবার আমদানি হয়েছে ১৮ লাখ টন এবং স্থানীয় উৎপাদন বিশেষ করে সরিষাসহ অন্য তেলবীজ থেকে আরও উৎপাদন হয়েছে ২ লাখ ৩০ হাজার টন। সব মিলিয়ে ৩০ হাজার টন ভোজ্যতেলের বেশি মজুদ রয়েছে। শুধু রমজান মাসে প্রয়োজন হবে আড়াই থেকে ৩ লাখ টন। রমজানের চাহিদার তুলনায় বর্তমানে দ্বিগুণ পরিমাণ ভোজ্যতেলের মজুদ থাকার পরও অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে যাচ্ছেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীরা কারসাজিতে মেতে ওঠেছে বলে অভিযোগের প্রমাণ পেয়েছে সরকার। অথচ এই দুটি দেশ থেকে সয়াবিন ও পামওয়েল তেলের কোনটিই আমদানি করা হয় না।

জানা গেছে, ভোজ্যতেল সঙ্কটের গুজব ছড়িয়ে এবার বাজার অস্থির করার পাঁয়তারা করছে অসাধু ব্যবসায়ীরা। এ কারণে কৃত্রিম সঙ্কট তৈরি করে বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছে। খোলা পামওয়েল তেলের দাম সব সময়ই কম। কিন্তু এবার সেই তেল সয়াবিনের চেয়ে বেশি দামে বিক্রি করে বাজার থেকে কয়েক হাজার কোটি টাকার অতিরিক্ত মুনাফা করেছে ভোজ্যতেল ব্যবসায়ীরা। দেশে ছয়-সাতটি প্রতিষ্ঠান ভোজ্যতেল আমদানি করে থাকে। এরাই মিল মালিক ও উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এর পাশাপাশি মিলারদের কাছ থেকে ভোজ্যতেল কিনে এনে ঢাকার মৌলভীবাজার এবং চট্টগ্রামের খাতুনগঞ্জের শতাধিক পাইকারি ব্যবসায়ী সারাদেশের খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকেন। বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের তালিকা রয়েছে। কারা কোন দেশ থেকে কখন কি পরিমাণ ক্রুড এবং সয়াবিন ও পামওয়েলের বীজ আনছেন সেই রিপোর্ট দিতে হয় ট্রেড এ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে। আমদানিকারদের সেই তথ্যমতে, আমদানি, উৎপাদন ও মজুদ পরিস্থিতি যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কিছুটা বাড়লেও সেই তুলনায় দেশে তিন থেকে চারগুণ দাম বাড়ানো হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রতিলিটার সয়াবিন ১১০-১২০ রুপী এবং পামওয়েল ১০০ রুপীতে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। বাংলাদেশ ও ভারতের ভোজ্যতেলের প্রধান উৎস ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রাজিল। একই দেশ থেকে আমদানি হলেও ভারতের দাম এখনও সহনীয় পর্যায়ে রয়েছে। কিন্তু রোজা সামনে রেখে বাংলাদেশে অস্থির ভোজ্যতেলের বাজার।

এদিকে, বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি স্বীকার করেন দেশে ভোজ্যতেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি হচ্ছে। কালোবাজারি করে দেশে তেলের বাজার অস্থির করা হচ্ছে। ওই সময় তিনি আরও জানান, এ অবস্থায় সরকারের যৌথ অভিযান পরিচালনা করা ছাড়া আর বিকল্প নেই। ব্যবসায়ীদের অনেক সুযোগ দেয়া হয়েছে। কিন্তু ভোক্তাদের জিম্মি করে দেশে কেউ ব্যবসা করতে পারবে না। এটা সরকার হতে দিবে না। মন্ত্রীর এই ঘোষণার একদিন পরে আরও চড়েছে ভোজ্যতেলের দাম। দ্রুত বোতলজাত ভোজ্যতেল ফুরিয়ে যাচ্ছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে পাঁচ লিটারের বোতল ঢাকার বিভিন্ন বাজারে ৮৫০-৯০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এরপরও তেল পাওয়া যাচ্ছে না। আর খোলা পামওয়েল প্রতিলিটার কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে ২০০-২১০ টাকা পর্যন্ত। এ প্রসঙ্গে মালিবাগ রেলগেট কাঁচাবাজারের এক খুচরা বিক্রেতা  বলেন, বহু কষ্ট করে পাঁচ লিটারের একটি বোতল অনেক বেশি দাম দিয়ে সংগ্রহ করা হয়েছে। কারণ তেল থাকলে ভোক্তাদের কাছে অন্যান্য পণ্যও বিক্রি করা যায়। তিনি বলেন, আগে যারা ভোজ্যতেলের বোতল দিতেন তাদেরকে অর্ডার ও অগ্রিম টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। তারা এখন আসে না। এ অবস্থায় সরবরাহ না বাড়লে বাজার ভোজ্যতেল শূন্য হয়ে পড়বে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের চেয়ে চলতি অর্থবছরের প্রথম ছয়মাসে ভোজ্যতেলের আমদানি ও মজুদ বেশি হয়েছে। গত বছরের জুন-জানুয়ারি এই সময়ে সয়াবিন ক্রুড ৪ লাখ ৫৯ হাজার টন, বীজ ৭ লাখ ২ হাজার টন আমদানি করা হয়। চলতি বছরের একই সময়ে তা ক্রুড ৪ লাখ ৮৯ হাজার আমদানি হলেও সেই তুলনায় বীজ কিছুটা কম আনা হয়েছে।

13
Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর