চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সাকিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) বিকেলে আড়াই টার দিকে উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদের পেছনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে সহোদর ভাই হাকিম (১০)। মৃত শিশু দলদলী ইউনিয়নের মুশরিভুজা সোনারপাড়া গ্রামের মোঃ মুখলেসুর রহমানের ছেলে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানায়, বিকেলে ঝড়ো ও শিলাবৃষ্টির সময় উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদের পেছনে আম বাগানে আম কুড়াতে যায় সাকিব ও তার ভাই হাকিম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। আহত হয় হাকিম। স্থানীয়রা হাকিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।