শিরোনামঃ
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন নুরুল ইসলাম খান গাজীপুরে মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুকসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব বারিতে নিরাপদ খাদ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ বারি’তে পার্টনার প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরের মহানন্দা নদীতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার গোমস্তাপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত চাটমোহরে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত বরগুনা জেলা পর্যায় শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হওয়ায় খাইরুল ইসলাম মুন্নাকে কলেজ থেকে সংবর্ধনা কুড়িগ্রামে উদ্দীপনের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কিস্তির টেহা দিতো পারছেনা দেইখা ভাইরে জবো কইরা লাইছে সিরাজগঞ্জে দৈনিক ডেল্টা টাইমস্ এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাব-১ এর বিশেষ রোবাস্ট প্যাট্রল ও চেকপোস্ট মোতায়েন গাজীপুরের কোনাবাড়ীতে অটো-চালককে গলাকেটে হত্যা  নির্বাচনী ইশতেহারে দেওয়া কথা রাখলেন সেলিম কাউন্সিলর গাজীপুরে ২১ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ সিরাজগঞ্জে  ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকা প্রদান ক্যাম্পইনের শুভ উদ্বোধন ও হাঁস-মুরগি বিতরণ  ভাঙ্গুড়ায় স্মার্ট প্রাথমিক শিক্ষা মেলা ভালুকায় মসজিদ ও এতিমখানার জমি দখলের প্রতিবাদে মানববন্ধন জমি বিক্রি করতে গিয়ে ভাতিজিকে নিয়ে উধাও চাচা!

মিসবাহ ইরান (কক্সবাজার)

মহেশখালী কালারমারছড়া ইউনিয়ন পরিষদে নতুন ২ হাজার জন্ম নিবন্ধন বিতরণ

কলমের বার্তা / ১৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

মহেশখালী উপজেলার ৩নং কালারমারছড়া ইউনিয়ন পরিষদে ২০০০ (দুই হাজার) নতুন জন্ম নিবন্ধন বিতরণ করা হয়। চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের উপস্থিতিতে নিজ তত্ত্বাবধানে জন্ম নিবন্ধনগুলো বিতরণ হয়।

৬ই ফেব্রুয়ারী (রোববার) সকাল ১০টা থেকে ইউপি কার্যালয়ের সামনে সারি সারি নারী-পুরুষের দীর্ঘ লাইন ধরে। সবার হাতে টোকেন। কর্মচারীরা একের পর এক টোকেন যাছাই করে মানুষকে তুলে দিচ্ছেন নতুন জন্ম নিবন্ধন। মাঝে মধ্যে সেবা নিতে আসা মানুষের নাম ঘোষণা হয় মাইকেও। দীর্ঘ ভোগান্তি শেষে নতুন জন্ম নিবন্ধন পেয়ে উচ্ছ্বাসিত।

চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধানে ব্যতিক্রম সেবাটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন ছয়জন কর্মচারী। কথা হলে চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, ৭ লক্ষ টাকা খরচে প্রতিজনের নিবন্ধন ফি নিজস্ব তহবিল থেকে বহন করছেন।

জন্মনিবন্ধন নিতে আসা নোনাছড়ির বাসিন্দা মোহাম্মদ মনছুর আলম বলেন, পরিবারের সাত সদস্যের জন্য এক মাস পূর্বে নতুন নিবন্ধনের আবেদন করে আজ পেয়েছি। অনেক ভালো লাগছে।

কালাররমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী আলিফা জান্নাত বলেন, মাদ্রাসা জমা দেয়ার জন্য চার মাস আগে আবেদন করেছিলাম। সার্ভার জটিলতার কারণে অনেকবার যোগাযোগ করেও পাইনি। আজ পেয়ে অনেক খুশি লাগছে।

ইউনুছ খালীর বাসিন্দা মোহাম্মদ সোহেল বলেন, দুই সন্তানের জন্মনিবন্ধন করতে দু’মাস আগে আবেদন করি। সন্তানদের স্কুলে ভর্তি করিয়েছি, তবে নিবন্ধন দিতে পারিনি। আজ জমা দিব। গত এক বছর ধরে ঘুরেছি, আজকে পেয়ে অনেক আনন্দিত।

অফিস পাড়ায় গ্রামের বাসিন্দা জায়তুন নাহার নামের এক নারী বলেন, দুই সন্তানের জন্ম নিবন্ধন করতে আবেদন করেছিলাম। আমার এক সন্তান ৯ম শ্রেণিতে পড়ে। তার রেজিষ্ট্রেশন করতে জন্মবনিবন্ধনের অনলাইন কপি দরকার হয়েছে। গত চার মাসে অন্তত ১০ বার এসেছি। আজকে পেয়ে অনেক খুশি লাগছে।

ইউনিয়ন পরিষদ সুত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি ১৯০০ নারী-পুরুষের মাঝে জন্মনিবন্ধব বিতরণ করা হয়। সোমবার ২ হাজার জনকে বিতরণ হয়েছে। আরো প্রায় ১০ হাজার আবেদন জমা আছে। পর্যায়ক্রমে এসব বিতরণ করা হবে।

চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১৬টি সেবা দেওয়া হয় জনগণদের। তার মধ্যে জন্ম নিবন্ধন অন্যতম। সার্ভার জটিলতার কারণে মানুষ ভোগান্তিতে পড়তে হয়েছে। এসব বিবেচনা করে গত ১৫ দিন ধরে ছয়জন কর্মচারী রাতদিন পরিশ্রম করে এই সেবা দিয়ে যাচ্ছে। কালারমারছড়া ইউনিয়ন পরিষদ ২০০০(দুই হাজার) জন্ম নিবন্ধনের পিছনে যারা নিরলস শ্রম দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি আরও বলেন, কালারমারছড়া বৃহৎ ইউনিয়ন। প্রায় ৭০ হাজার মানুষ বাস করে। নাগরিক সেবা দিতে আমরা বদ্ধপরিকর।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নতুন নিবন্ধন ও সংশোধনের ক্ষেত্রে জনগণ ইউনিয়ন ও উপজেলায় আসতে বলি। এ ক্ষেত্রে কালারমারছড়া সেবাটি ব্যতিক্রম। সংশ্লিষ্টরা সাদুবাদ পাওয়ার যোগ্য। পাশাপাশি অন্যান্য ইউনিয়নেও এ ধরনের সেবা বাড়াতে সকলকে আহবান জানাচ্ছি।

43
Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর