সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানে সন্মানিত অতিথিদেরকে সন্মাননা স্মারক ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, শিক্ষার্থীদের শপথ গ্রহন, কুচকাওয়াজ, মশাল পরিভ্রমণ, ডিসপ্লে পরিবেশন করা হয়। এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলাধূলার মধ্যে ছিলো, ৫০, ৭৫, ১০০, এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা, মোরগ যুদ্ধ, দীর্ঘ লম্ফ, রশি খেলা, এটা ওরে ওটা ওরে, আমকুড়ানো, যেমন খুশি তেমন সাজো, অভিভাবক (মহিলা) দের বালিশ খেলা, মিউজিক্যাল চেয়ারম্যান (পুরুষ)।
বুধবার (৬ মার্চ ২০২৪) সকাল ১০ টা হতে ২ টা দুপুর পর্যন্ত মাছুমপুর খেলার মাঠে উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাছুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান শহিদুজ্জামান শুভ এবং স্বাগত বক্তব্যে রাখেন, স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ রহিমা খানম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক মোঃ হেলাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন, স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মনজুরুল ইসলাম লিটন, পিটিএ সভাপতি ইকরামুল হাসান মাসুম, সহ-সভাপতি আবুল বাশার বাবু, সদস্য আকলিমা খাতুন, রেজাউল করিম মিয়া, হামিদা খাতুন বাণী, স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক শামিমা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক রেজাউল করিম ও জান্নাতুল ফেরদৌস।
এ সময়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেন, রেবেকা খাতুন, উম্মে সালমা, রশিদা খান, সায়মা সিদ্দিকা, মুর্শিদা খাতুন, দেওয়ান তানজিয়া পারভীন সহ অন্যান্য শিক্ষক, অভিভাবক, কর্মচারীগণ, সকল শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।