গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সিসিডিবি ক্লাইমেট টেকনোলজি পার্কের ল্যান্ড এন্ড এগ্রিকালচার ম্যানেজম্যান্ট বিভাগের অফিসার মোঃ মাহবুবুর রহমানের নিজ বাড়ির পাশে ৮৬ কেজি ওজনের মাটির নিচ থেকে স্থানীয় জাতের আলু উত্তোলন করেছেন।
আলু উত্তোলন করার পর থেকেই এলাকার মানুষ তার বাড়িতে এটি দেখার জন্য ভীড় জমাচ্ছে। তারা বলেন আমরা এর আগে এত বড় আকারের আলু দেখি নাই, তাই এটি দেখার জন্য আসলাম।
সিসিডিবি ক্লাইমেট টেকনোলজি পার্কের ল্যান্ড এন্ড এগ্রিকালচার ম্যানেজম্যান্ট বিভাগের অফিসার মোঃ মাহাবুবুর রহমান বলেন তিনি গত তিন বছর আগে সিসিডিবি ক্লাইমেট টেকনোলজি পার্কের কো অর্ডিনেটর আবিদ উল কবিরের দিক নির্দেশনায় বাগেরহাটের মোড়ল গঞ্জ থেকে বীজ এনে রোপণ করি। রোপন করার ১ বছর পরে তুলার পর এর ওজন হয় ২৮ কেজি তখন আলুর উপরের অংশ টুকু পুনরায় রোপণ করে দেয়,রোপণ করার পর থেকে তিনি শুধু মাত্র জৈব স্যার গোবর ও ছাঁই ব্যবহার করেন।
গতকাল ১৭ জানুয়ারি সোমবার বিকালে ২ জন শ্রমিককে সাথে নিয়ে স্থানীয় জাতের এ আলুটি উত্তোলন করেন,পরে এটি তিনি তাদের সহযোগিতা ওজন দিয়ে দেখেন ২ মন ৬ কেজি,যা দেখে তিনি নিজেও অভাগ হয়েছেন।
এসময় তিনি আরও বলেন আমি খুব খুশী ২ বছরে এত বড় আকারের আলু হয়েছে। এ আলু চাষ করতে তেমন কোন খরচ নেই, যে কেউ খুব সহজেই এটার চাষ করতে পারবে।