প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২২, ৭:২৪ অপরাহ্ণ
মাদক,ছিনতাই, চাঁদাবাজি- জিরো টলারেন্স নীতিতে কাজ করার আহবান, জিএমপি কমিশনার
গাজীপুর মহানগরীর প্রতিটি এলাকায় মাদক,ছিনতাই, চাঁদাবাজি সংক্রান্ত বিষয়ে "জিরো টলারেন্স" নীতিতে কাজ করার আহবান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
তিনি আজ সকাল ১১ টা সময় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব কথা বলেন। এছাড়াও কিশোর গ্যাং কালচারকে নির্মূল করাসহ প্রতিটি বিটে বিট পুলিশিং জোরদার করার জন্য বিট অফিসারদের নিয়মিত মিটিং করার নির্দেশ দিয়েছেন তিনি।
সভায় গাজীপুর মহানগরকে নিরাপদ রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন তিনি ।
এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর ) রেজওয়ান আহমেদ এবং এসআই মো:জহিরুল ইসলাম পুলিশ কমিশনারের নিকট হতে পুলিশ পদক-২০২১ এবং পুলিশ পদক- ২০২০ গ্রহণ করেন। এছাড়া জিএমপির ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২৪ (চব্বিশ ) জন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরনণ করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগনণ, বিশেষ পুলিশ সুপার (সিআইডি), পুলিশ সুপার (পিবিআই), জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.