মানবতার দেয়ালের বেহালদশা। প্রচণ্ড শীতেও মানবতার দেয়ালে নেই কোন শীতবস্ত্র। মানবতার দেয়াল ঘেঁষে রয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের পোষ্টার। পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসের প্রথম দিন আজ। আবহাওয়াও ঘোলাটে শীতও বেঁকে বসেছে। কিন্তু মানবতার দেয়ালে নেই তেমন কোন
পোশাক। শনিবার (১৪ জানুয়ারি) সকালে একটি মানবতার দেয়াল চোখে পড়ে গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরী টেলিফোন ভবনের বাউন্ডারির দেয়ালে। স্থানীয়রা বলেন,মানবতার দেয়ালের এই বেহালদশা দীর্ঘদিন ধরে। কেউ কাপড় রাখেনা এবং নেয়ওনা। দুই চারটি কাপড় যা আছে তা যেন মলার স্তুপ। নাম না বলার শর্তে এক চায়ের দোকানদার বলেন,মানবতার দেয়ালের নিচেই অনেক পথচারীরা প্রসাব করেন। দূর্গন্ধে যাওয়া যায়না সেখানে। তাহলে আর মানবতা থাকলো কই। এই বিষয়ে কথা হয় কোনাবাড়ীতে মানবতা দেয়াল প্রতিষ্ঠাকারী একজনের সাথে। তিনি নাম না বলার শর্তে বলেন,করোনা মহামারীর প্রথম দিকে কোনাবাড়ীতে বেশ কয়েকটি জায়গায় মানবতার দেয়াল প্রতিষ্টা করা হয়েছিলো । কিন্ত বর্তমানে আর একটিও নেই। তিনি বলেন, কেউ কাপড় নেয়না ধুলাবালি পড়ে কাপড় গুলো নষ্ট হয়। রিকসা ভ্যান চালকরা নিয়ে তাদের রিকসা পরিস্কার করে। কেউ না নেয়ার কারণে আগ্রহ হারায় মানবতার দেয়ালের। উল্লেখ্য ২০১৫ সালের ইরানের উত্তর -পূর্বের শহর মাশাদে প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়ে ছিলো। সেখানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌছে দিতে অজ্ঞাত কোন এক ব্যক্তি এমন উদ্যোগ নিয়ে ছিলেন। সেই উদ্যোগে
উদ্বুদ্ধ হয়ে ২০১৫ সালের নভেম্বরে মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন উদ্যোগ নেয়া হয়।এরপর লক্ষীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল এসসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালে এমন উদ্যোগ নিতে দেখা যায়।