মালদ্বীপে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৩-০ সেটে উড়িয়ে দিয়ে সিরিজ জয় করল বাংলাদেশ ভলিবল দল। সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল হরষিত-জাবিররা।
মালদ্বীপের রাজধানী মালের সোশ্যাল সেন্টার ইনডোরে তৃতীয় ম্যাচের তিন সেটেই আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ দল। তিন সেটেই স্বাগতিকদের সুযোগ দেয়নি জাবিররা।প্রথম সেট ২৫-১৮ পয়েন্টে জিতে চালকের আসনে বসে বাংলাদেশ। দ্বিতীয় সেটে প্রতিরোধ গড়ে একপর্যায়ে ২৪-২১ পয়েন্টে পিছিয়ে থাকে মালদ্বীপ, তবে শেষ পর্যন্ত আর বাংলাদেশকে আটকাতে পারেনি। ২৫-২১ পয়েন্টে দ্বিতীয় সেট জিতে ২-০-তে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।তৃতীয় সেটে আরো ধারালো বাংলাদেশ। আধিপত্য দেখিয়ে এই সেট জিতে নেয় ২৫-১৮ পয়েন্ট ব্যবধানে। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পারেনি স্বাগতিকরা। আর এতেই নিশ্চিত হয় সিরিজ জয়।