সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ উপলক্ষ্যে সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা মৎস্য অফিস। এতে সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। এ বারের প্রতিপাদ্য
'নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’।
মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে অধিদপ্তরের গৃহিত কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) হাসান মাহমুদুল হক। সভায় তিনি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মপরিকল্পনা ও জেলা মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম বর্ণনা করেন।
এ সময় তিনি উপজেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা জানিয়ে বলেন, 'উপজেলায় মোট মাছের চাহিদা ৪৭৩৬ মেট্রিকটন। সেখানে উৎপাদন হয়েছে ৫৯২৫ দশমিক ৫ মেট্রিকটন। যা চাহিদার চেয়ে ১৫০৩ মেট্রিকটন বেশি। জেলেরা যাতে মা ও পোনামাছ না ধরেন সে জন্য সচেতনতা বৃদ্ধি ও মাইকিং করা হবে।'
মতবিনিময় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন, 'প্রজননের সময় মা মাছ ধরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে ওই জেলেকে। পোনামাছ ধরলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সচেতনতা বৃদ্ধির জন্য সংবাদকর্মী ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।'
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা মৎস্য সম্পদ ও বিভিন্ন জলজ জীবচিত্র্য রক্ষায় নানা পরামর্শ দেন। সভায় উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এ মৎস্য সপ্তাহ চলবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।