মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তথ্যটি জানিয়েছেন এ নায়িকা।
মাহি লিখেছেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচন্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
মা হতে যাওয়ার এই খবরটি জানানোর পর মন্তব্যের ঘরে সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন মাহি। নিজের মতো করে জানাচ্ছেন অভিনন্দন।
মাহির স্বামীর নাম কামরুজ্জামান রাকিব সরকার। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহি ও রাকিব। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করে ছিলেন মাহিয়া মাহি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।