ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বাঁশের হাট বসাতে মেয়রের ইজারা দেয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আর বসবেনা বাঁশের হাট।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নাঈন কবির স্টিভ এ তথ্য নিশ্চিৎ করেছেন।
খেলাধুলায় বাঁধাগ্রস্থ হওয়ায় স্টেডিয়াম থেকে বাঁশের হাট পাশের একটি ফাঁকা জায়গায় স্থানান্তর করা হয়েছে জানিয়ে ইউএনও জুলকার নাঈন বলেন, গত সপ্তাহে স্টেডিয়ামে হাটটি বসাতে নিষেধ করে উপজেলা প্রশাসন। এর পর এক সপ্তাহ সময় নেন হাট ইজারাদার। এ সপ্তাহের বুধবারে হাটটি স্থানান্তর করা হয়েছে। স্টেডিয়ামে আর বাঁশের হাট বসবেনা।
এদিকে ইউএনও'র হস্তক্ষেপে স্টেডিয়াম থেকে বাঁশের হাট অপসারণ হওয়ায় আনন্দিত স্থানীয় খেলোয়ার ও খেলা প্রেমী মানুষজন।
স্থানীয় খেলোয়ার সাদ্দাম হোসেন বলেন, এখন মাঠটি পরিচর্যা করে খেলার উপযোগী করা হলে আমাদের আনন্দ পরিপূর্ণতা পাবে৷ আমরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই, আমরা আনন্দিত।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, এখন থেকে আর স্টেডিয়ামে বাঁশের হাট বসবেনা শুনে ভালো লাগছে৷ আমাদের সন্তানরা নির্বিঘ্নে মাঠে খেলবে ভাবতেই ভালো লাগছে।
রানীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা নির্বাহী অফিসার হাটটি সেখানে বসতে দিবেনা। যেহেতু পৌরসভার জমি না আমি এ বিষয়ে কিছু বলতে পারবোনা। হাট না বসলে আমি ইজারাদারকে টেন্ডারের টাকা ফেরৎ দিয়ে দেবো।
সম্প্রতি বাঁশের হাট বসাতে স্টেডিয়াম ইজারা মেয়রের এই শিরোনামে স্টেডিয়ামে বাঁশের হাট বসায় দূর্ভোগ তুলে ধরে প্রতিবেদন প্রকাশ ইনিউজ৭১ সহ একাধিক সংবাদ মাধ্যম।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।