মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন কল্যাণ সংঘ (এসএসসি ৯৭-৯৮ ব্যাচ) আয়োজিত পারিবারিক মিলনমেলা-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ শে ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ) দুপুর ১২ টায় উয়ার্শী ইউনিয়নের দেউলিপাড়া সিয়াম একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের এসএসসি ৯৭-৯৮ ব্যাচের প্রায় ৬০০ ছাত্র-ছাত্রী থাকলেও প্রায় ৩০০ ছাত্র-ছাত্রীদের উপস্থিততেই এ মিলনমেলার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সকলে মিলে খাবার, কবিতা আবৃত্তি, গান,নৃত্যরও আয়োজন করা হয়।
উয়ার্শী ইউনিয়ন কল্যাণ সংঘের সভাপতি মীর এনামুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আলম মল্লিক, উদ্বোধক গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক খান রানা,উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আইয়ূব খান রুবেল, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন খান,সিয়াম একাডেমির প্রধান শিক্ষক আকরাম হোসেন খান,ইউপি সদস্য আমিনুর রহমান খান আমিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ সহ এসএসসি ৯৭-৯৮ ব্যাচের ছাত্র-ছাত্রীরাও বক্তব্য রাখেন।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সাথে কথা বললে তারা বলেন, এরকম অুনুষ্ঠান যেন আমরা প্রতি বছর আয়োজন করতে পারি সেজন্য সকলের নিকট সহযোগিতা চাই। এই অনুষ্ঠানের কারনে আজ প্রায় ২৪/২৫ বছর পর সকল বন্ধুদের সাথে দেখা হয়েছে এবং আমাদের অনেক ভালো লেগেছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খন্দকার মোয়াজ্জেম, এস এম রাকিবুল হাসান, জাকির হোসেন খান,ফাতেমা ও মিতু।