মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম। নতুন এই ৪ জন নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন।
করোনা নতুন আক্রান্তরা হলেন, ভাওয়ার কুমারজানি গ্রামের বাসিন্দা সাংবাদিক (৪৫), উপজেলা প্রশাসনের নৈশ প্রহরী (৩৬), কৃষি অফিসের নৈশ প্রহরী (৪৮),পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা (১৪)।
জানা যায়,গত সোমবার (১১ ই মে ২০২০ ইং তারিখ ) উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ২৭ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে গত মঙ্গলবার (১২ ই মে ২০২০ ইং তারিখ ) প্রেরণ করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার প্রাপ্ত রিপোর্টে সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের ২ নৈশ প্রহরী ও এক কিশোরের দেহে করোনা শনাক্ত হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম নিশ্চিত করে বলেন,করোনা সনাক্ত এই ৪ জনকে তাদের নিজ বাসায় রেখেই চিকিৎসা দেয়া হবে।