মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল মির্জাপুর বাঁশতৈল বংখুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে (৬ ফেব্রুয়ারি )।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আফাজ উদ্দিন সিকদার, প্রধান অতিথি জনাব মোঃ আজাহারুল ইসলাম, সভাপতি বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগ, এর অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতিকুর রহমান মিল্টন, উদ্বোধক জনাব মোহাম্মদ দবির হোসেন, মেম্বার পদপ্রার্থী ৯ নং ওয়ার্ড বাঁশতৈল ইউনিয়ন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল আলম, মেম্বার পদপ্রার্থী ৯ নং ওয়ার্ড বাঁশতৈল ইউনিয়ন, উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোহাম্মদ শরিফুল ইসলাম ।
প্রথম অধিবেশন:
প্রথম অধিবেশন সকাল ৮ টায় সভাপতির আসন গ্রহণ, কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া শপথ, মশাল দৌড়, উদ্বোধনী ভাষণ।
দ্বিতীয় অধিবেশন:
দ্বিতীয় অধিবেশনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তৃতীয় অধিবেশন:
তৃতীয় অধিবেশনে বহিরাগত মহিলাদের জন্য জলেডাঙ্গা ও সতীনের ছেলে কার কোলে, বহিরাগত পুরুষদের জন্য মোর গ দৌড়, বেলুন ফাটানো।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা জনাব মোহাম্মদ শামসুল আলম তার বক্তব্যে বলেন, অনেক সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠান হয়েছে এবং ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, খেলার প্রতিযোগিতায় জয় পরাজয় হবে তার জন্য মন খারাপ করার কিছু নেই, খেলায় অংশগ্রহণ বড় বিষয় ।তিনি আরো বলেন, আমি আগামী ইউপি নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, সকলে আমার জন্য দোয়া করবেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আতিকুর রহমান মিল্টন তার বক্তব্যে বলেন, অনুষ্ঠানটির আয়োজক, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, কারণ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। তিনি আরো বলেন, এই বিদ্যালয় ও বাজারের প্রতি আমার বিশেষ সুদৃষ্টি থাকবে এবং এই এলাকাবাসীর পাশে আমি সব সময় ছিলাম আছি থাকবো ।
সর্বশেষ সভাপতির সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্ত হয়।