মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের মির্জাপুর-সখিপুর যৌথ উপজেলার গোড়াই-সখিপুর রাস্তার তক্তারচালা বাজারে প্রায় ১/২ কিলোমিটার রাস্তার বেহাল দশা।
ফলে জনগনের ভোগান্তির পাশাপাশি যানবাহন চলাচল করতেও হচ্ছে নানা সমস্যা।প্রতিনিয়ত হচ্ছে দূর্ঘটনা,যাত্রীরা থাকে আতংকে।
রাস্তাটির এমন পরিস্থিতিতে যেন ব্যবসা বাণিজ্য থমকে গেছে বাজারটিতে। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় হাজার পরিমাণ যানবাহন চলাফেরা করলেও প্রায় লক্ষাধিক মানুষের সমাগম।
স্কুল -কলেজ-মাদ্রাসার হাজারো ছাত্র ছাত্রী চলাফেরা করেন রাস্তাটি দিয়ে। পাহাড়ি মফস্বল অঞ্চলের মানুষের একমাত্র আস্থার বাজার এটি। রাস্তাটির দূর্ঘটনা এড়ানোর জন্যও মেরামতের কোন বিকল্প নেই। বাজারটির কিছু অংশ মির্জাপুর উপজেলা ও কিছু অংশ সখিপুর উপজেলার অন্তর্ভুক্ত।
রাস্তাটি দিয়ে গোড়াই-সখিপুর -সাগরদিঘী দিয়ে জামালপুর-শেরপুর-ময়মনসিংহ-মধুপুর-গোপালপুর-ভুয়াপুর,নলুয়া-টাঙ্গাইল, সখিপুর-ত্রিশাল সহ বিভিন্ন স্থানের যাতায়াতের পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য মূল রাস্তা। রাস্তাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই নামক স্থানে সংযোগ স্থাপন করেছে।
সিএনজি ড্রাইভার সুজনের সাথে কথা বললে তিনি বলেন, আমরা সবসময় আতংকের মধ্যেই গাড়ি চালাচ্ছি কারন যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।
ফারুক হোসেন নামের এক দোকানদার বলেন, রাস্তার বেহাল দশার কারনে জনসমাগম কমে গেছে। যার কারনে আমাদের বিক্রিও আগের মতো নেই।
জনগনের দাবি, অতি দ্রুত যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তার মেরামত করেন।