মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারন ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩মার্চ) দুপুরে লালমনিরহাট পৌরসভার আয়োজনে পৌর চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবসর প্রাপ্ত) আজিজুল হক বীর প্রতিক, মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিনসহ সভায় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও পৌরসভার কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারন ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাগনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও তাঁদের মধ্যাহ্নভোজের আয়োজন করে পৌরসভা কর্তৃপক্ষ। আশরাফুল হক, লালমনিরহাট।