প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ১:১৯ অপরাহ্ণ
কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরো এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জন্নুরাইন বিন আলম।
গ্রেফতারকৃত লুকিমুদ্দিন ওরফে লোকমান (৫৪) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাররা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তার বন্দি নং- ৪১১৭।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে মহানগরীর বাসন থানাধীন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায় গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মধ্যে বিদ্রোহের সময় দেয়াল টপকে ২০৯ জন বন্দি পালিয়ে যান। সেই ঘটনায় নিরাপত্তা কর্মীদের গুলিতে ৬ জন নিহত হয়। এ সময় কারাগারের ভিতরে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ৬ টা থেকে গোলাগুলির শব্দ শোনা যায়, পরে সকাল সাড়ে ৯টার দিকে শতাধিক সেনা সদস্য হেলিকপ্টারে এসে কারাগারের প্রধান গেটসহ সব গেট নিয়ন্ত্রণে নেন। কারাবন্দিদের স্বজনরা দুপুরের দিকে প্রধান গেটের সামনে জড়ো হতে থাকলে সেনাবাহিনীর সদস্যরা তাদের সঙ্গে আলোচনা করে উত্তেজনা নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার ৮০ নং আসামী লোকমান।
গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জন্নুরাইন বিন আলম জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ গেল (১ সেপ্টেম্বর) রাজধানীর বংশাল এলাকা থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি এমদাদুল হক ওরফে গন্ডারকে গ্রেফতার করে র্যাব-৩।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.