প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ণ
মে দিবস উপলক্ষে জাতীয় গার্মেন্টস শ্রমিকজোট বাংলাদেশ এর র্যালী ও আলোচনাসভা
গাজীপুর জেলা সংবাদদাতাঃ
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে মহান মে দিবস। এবার মে দিবসের স্লোগান "শ্রমিক মালি গড়ব দেশ,স্মার্ট হবে বাংলাদেশ"।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কোনাবাড়ীতে জাতীয় গার্মেন্টস শ্রমিকজোট বাংলাদেশ এর উদ্যোগে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠান হয়েছে।
গতকাল বুধবার (১ মে) সকাল পৌনে ১০ টার সময় কোনাবাড়ী মন্ত্রী মার্কেটের সামনে থেকে শুরু একটি র্যালী বের করা হয়। র্যালীটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ হয়ে ঘুরে বিসিক শিল্প নগরীর এক নম্বর গেইটে সমাবেশের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।
এসময় বক্তব্য রাখেন, জাতীয় গার্মেন্টস শ্রমিকজোট বাংলাদেশ কোনাবাড়ী থানা শাখার সভাপতি মো.আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফসহ অন্যান্য সদস্যরা।
সমাবেশে বক্তারা কিছু দাবি দাওয়া তুলে ধরেন। সেই দাবি দাওয়া গুলো হুবহু তুলে ধরা হলো- শ্রমিক ও শ্রমিকনেতাদের নামে দায়েরকৃত ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু করতে হবে। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস দিতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে। কটন টেক্সটাইল শিল্প সেক্টরের নিম্নতম মজুরি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.