মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের শার্শা উপজেলা যপপরিবারভিত্তিক কর্মসংস্থার কর্মসূচির আওতায় ঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১২টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক। পরে ৬৯ জন ঋণ গ্রহিতার মধ্যে ১৩ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।