প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৪, ৩:৩০ অপরাহ্ণ
যশোরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বিশেষ প্রতিনিধি
যশোরের কোতয়ালী মডেল থানাধীন নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর এলাকা থেকে মোঃ জাহিদ হাসান চন্দন (২৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । এসময় তার কাছ থেকে ২শ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে তাকে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতয়ালী মডেল থানাধীন নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর উপ-পরিদর্শক (এসআই) বিপলব সকার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.