যশোরের ঝিকরগাছা থানাধীন গদখালী এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি )। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা সময় তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন,হাবিব উল্লাহ্ (২১),সম্রাট (২৫), শাহীন (৩৩) এবং মোহাম্মদ আলী (৫০)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রূপন কুমার সরকারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক শেখ শাহিনুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি বলেন, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন ।